পৃথিবীর সবচেয়ে ছোট ঘোরা ফ্লেবল

বিশ্বের সবচেয়ে ছোট ঘোরার খোঁজ মিলেছে এবার। ফ্লেবল নামক এই ঘোরাটির উচ্চতা এক ফুটের ও কম। আর্জেন্টিনার বুয়েনস এয়ারেস শহর থেকে কয়েক কিলোমিটার দূরের এক গ্রামে এই ছোট ঘোরাটি পাওয়া যায়। বিশেষ করে কোনো দেশের প্রতিকূল আবহাওয়া ও খাবারের অভাবে এই ধরনের প্রানীর জন্য হয়‌। তবে আর্জেন্টিনায় এই ধরনের কোনো সমস্যা নেই, তাই বিশেষজ্ঞরা এই ঘোরাটি নিয়ে গবেষণা চালাতে চাইছেন প্রাণি বিশেষজ্ঞরা। ঘোড়াটির মালিক জোয়ান ফ্লেবেলা বলেন, ঘোড়াটি আকারে ছোট হলেও খুব আমুদে। এটি খেলা দেখাতে পারঙ্গম। দূর-দূরান্ত থেকে লোকজন প্রতিদিন ঘোড়াটি দেখতে আসেন। ঘোড়াটি খেতে ও ঘুমাতে পছন্দ করে। ঘোরাটির এতো কম উচ্চতার কারনে টাট্টু ঘোড়ার ফেলতে নারাজ ঘোরাটি। কারণ টাট্টু ঘোড়া এক ফুটের ও বেশি হয়ে থাকে। ঘোরাটিকে সবচেয়ে ছোট ঘোরার স্বীকৃতি চেয়ে আবেদন করেছেন গিনেজ বুকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ