আইফোন কে টেক্কা দিতে, এআই যুক্ত ফিচার ফোন 'এস২৪' বাজারে আনলো স্যামসাং

টেক জায়েন্ট অ্যাপলকে টেক্কা দিতে এবার স্যামসাং নিয়ে এলো নতুন প্রতিদন্দী 'এস২৪' সিরিজ। ১৭ জানুয়ারি (বুধবার) উন্মোচন করা হয় প্রতিষ্ঠানটির ‘এস২৪’ সিরিজের মোবাইল ফোন। এই বিশেষ ফোনে ক্রেতাদের জন্য যুক্ত করা হয়েছে নতুন নতুন সব আর্কষনীয় ফিচার। থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক বেশ কিছু ফাংশন। প্রথমবারের মতো লাইভ ফোন কল থেকে দুটি ভিন্ন ভাষায় অনুবাদের ফিচার যুক্ত হয়েছে এই মডেলে। এছাড়াও মোট ১৩টি ভিন্ন ভাষায় অনুবাদের সুযোগ। জানুয়ারি ৩১ তারিখ থেকে পাওয়া যাবে স্যামসাং এর 'এস ২৪ ' সিরিজের ফোন গুলো।

 দাম শুরু হবে ৭৯৯ ডলার থেকে, ‘এস টোয়েন্টি ফোর প্লাস’ ও ‘এস টোয়েন্টি ফোর আল্ট্রা’র জন্য গুনতে হবে যথারীতি ৯৯৯ ও ১২শ’ ৯৯ ডলার। গতবছর স্মার্টফোন বিক্রিতে স্যামসাং কে হারিয়েছে অ্যাপল। ২০২৩ সালে ২৩ কোটি ৪৬ লাখ ইউনিট আইফোন বিক্রি করে অ্যাপল।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ