মাদক বা স্বর্ন নয় পাচার হচ্ছিল বানর


 

স্বর্ন বা মাদক নয় বরং পাচার করা হচ্ছিল বানর। চিলির বলেভিয়া চেক পয়েন্টে এক ব্যক্তিকে সন্দেহের বসে, তাকে তল্লাশি চালাতেই পাওয়া যায় এক ব্যাগে ভর্তি বিলুপ্ত প্রায় স্কুইরেল প্রজাতির বানর। ব্যাগের ভেতরে পাঁচটি ছোট্ট বলেভিয়া স্কুইরেল প্রজাতির বানরের অবস্থা ছিল খুবই দুর্ধর্ষ। খাবার ও পানির অভাবে মৃত প্রায় পাঁচটি ছোট্ট বানরের মধ্যে একটি মারা যায়। ওই ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা আটক করে এবং বাকি চারটি বানর চিলির কৃষি বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এই ছোট্ট বানর গুলো লম্বা এক ফুটের একটু বেশি হয় ও ওজন এক কেজির কাছাকাছি হয়। চিলির এই স্কুইরেল প্রজাতির বানর বিলুপ্ত প্রায় প্রানী গুলোর মধ্যে একটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ