ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বেলজিয়ামে বিক্ষোভ

 


এবার গাজায় ইসরাইলি হামলার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেছে বেলজিয়াম বাসি। গাজায় নিপীরিত ফিলিস্তিনিদের পক্ষে হয়েছে সমাবেশ দেশটির রাজধানী ব্রাসেলসে। ২১ জানুয়ারি রবিবার ফিলিস্তানের পতাকা-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে অংশ গ্ৰহন নেয় প্রায় দশ হাজার মানুষ। অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানায় তারা। পাশাপাশি যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানান আন্দোলনকারীরা। এই সময় যারা ফিলিস্তিনে ক্রান সরবারহ অব্যাহত রাখার পাশাপাশি স্বেচ্ছাসেবক সংগঠনের ওপর ইসরায়েলি হামলার বন্ধের দাবি জানান। 

উল্লেখ্য, গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকেই গাজায় চলছে ইসরায়েলি আগ্ৰাসন। গাজায় এই তিন মাসে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ২৫ হাজার বেসামরিক নাগরিক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ