তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনগণ, বরফ জমে কয়েকফুট উঁচু হয়ে গেছে রাস্তাঘাট


অতিরিক্ত শীত ও তুষারপাতে আমেরিকার মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৯ জন। ২২ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম। প্রতিবেদনে আরো বলা হয়, টেনেসি অঙ্গরাজ্যে মারা গেছে ১৯ জন। এর পরের অবস্থান ওরেগন, পেনসিলভেনিয়া ও ইলিনয়। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে যে, এক সপ্তাহের বেশি সময় ধরে তুষারঝড় বয়ে যাচ্ছে বিভিন্ন অঙ্গরাজ্যে। অনেক জায়গায় কয়েকফুট উঁচু পর্যন্ত তুষারপাতের স্তুপ জমে গেছে। এরূপ বৈরী আবহাওয়ার কারনে আগামী কয়েক দিন বিমান চলাচলে সমস্যা হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্তৃপক্ষ। প্রায় তিরিশ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন এলাকায় অবস্থান করছে। সড়কে তুষার জমে পিচ্ছিল হয়ে পড়ায় দুর্ঘটনার কবলে পড়ছে যানবাহন। অতিরিক্ত তুষারপাতের কারণে প্রতিদিন বাতিল করা হচ্ছে শত শত ফ্লাইট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ