AMD Ryzen 5 5600G বাজেটে মধ্যে সব চাইতে সেরা প্রসেসর

যদি আপনার বাজেট হয়ে থাকে পনেরো হাজার টাকার ভেতর তবে আপনার জন্য AMD Ryzen 5 5600G হতে পারে এই বাজারে মধ্যে সেরা প্রসেসর। ইনক্লুড AMD Radeon Graphics সহ এই প্রসেসরটি দিয়ে 1080p তে টুকিটাকি গেমিং, অফিসের কাজ, ফটো ইডিটিং , গ্ৰাফিক্স ডিজাইন, ওয়েব ব্রাউজিং সব ধরনের কাজ এই প্রসেসর টি দিয়ে মোটামুটি ভালো ভাবে করতে পারবেন। 

প্রসেসটি AMD AM4 সকেটের আদলে তৈরি প্রসেসরটির Base Frequency 3.9GHz যার

Maximum Turbo Frequency 4.4GHz Cache, Total L2 Cache: 3MB, Total L3 Cache: 16MB। ছয়টা কোরো 12 টা থ্রেডে সবোর্চ্চ 45-65 ওয়াট পাওয়ার কনজিউম করে থাকে। প্রসেসরটি বেশ ঠান্ডা বলা যেতেই পারে। DDR4 এর সবোর্চ্চ 3200 মেগাহর্জ এর রেম সাপোর্ট করে। প্রসেসটির বেস ফ্রিকুয়েন্সি 1900 MHz Core Count 7। যারা নতুন কম্পিউটার কিনবেন তাদের জন্য এটি হবে পারে বেস্ট চয়েজ। তাছাড়া এই বাজেটের মধ্যে ইন্টেল এর প্রসেসর থাকলেও মাদারবোর্ড এর দাম এএমডি থেকে অনেকটা বেশী হওয়ায়, AMD Ryzen 5 5600G হবে বেস্ট চয়েজ। 

বাজারে AMD Ryzen 5 5600G ১৫০০০ থেকে ১৫৫০০ এর মধ্যে পেয়ে যাবেন। তবে এর চাইনিজ ভার্সনটা ১৩-১৪ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে যদি ভবিষ্যতে গ্ৰাফিক্স কার্ড লাগাতে চান তবে একই দামে AMD Ryzen 5 5600 এটা নিতে পারেন। আর যদি বাজেট ১৭০০০ টাকা হয় তাহলে AMD Ryzen 5 5600x নিতে পারেন। তবে AMD Ryzen 5 5600G দিয়ে তিরিশ হাজার টাকার মধ্যে একটি বাজেট পিসি তৈরি করা সম্ভব। যা এই বাজেট বাকি সব পিসিকে পারফর্মেন্সে অনায়াসে বিট করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ