দেশে অবৈধ মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ

এবার দেশে অবৈধ মোবাইল ফোন দ্রুত বন্ধের নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। দেশে অবৈধভাবে মোবাইল ফোন সেটের প্রবেশ ঠেকাতে কার্যকর পদক্ষেপ নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন তিনি। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকালে বিটিআরসির কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এ নির্দেশনা দেন তিনি। ন্যাশনাল ইকুয়েপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্ট্রার (এনইআইআর) এর মাধ্যমে সকল অবৈধ মোবাইল ফোন বন্ধের নির্দেশ দেন তিনি। 

বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, দেশে অবৈধ মোবাইল ফোন বন্ধে শিগগিরই এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এবং সেবার মান নিশ্চিত করতে প্রতিটি বিভাগীয় শহরে বিআরটিসির অফিস স্থাপনের প্রস্তাব দেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ